কুসিকে ভোটগ্রহণ চলছে

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের বেশি দেখা গেছে।

এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে।

মেয়র পদের বাকি দুই প্রার্থী হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরিন আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ।

কুমিল্লা সিটি কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি। মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭। মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন।

মোট ভোট কেন্দ্র ১০৩। ভোট কক্ষ ৬২৮। মোট ভোট গ্রহণ কর্মকর্তা ১৯৮৭ জন।

২০১১ সালে দুটি পৌরসভাকে এক করে কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত আফজাল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

এবার সাক্কুর বিপক্ষে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন আফজাল খানের মেয়ে ও সিটির সাবেক কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র ফিরিয়ে দেন, জঙ্গিবাদ চলে যাবে : মওদুদ আহমদ
পরবর্তী নিবন্ধবাগেরহাটে ট্রলারডুবিতে নিহত বেড়ে ১২