কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যা মামলায় নুর আলম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ ঘটনায় টিপু মণ্ডল নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি নুর আলম মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদি গ্রামের মৃত আবুল হাছেনের ছেলে।

কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ ঘটনায় টিপু মণ্ডল নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলাসূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামের ফলের দোকানের পেছনের একটি ড্রামে তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনার পর নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুর আলমকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধভিপি নুর -লিটনসহ ৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২১ মে
পরবর্তী নিবন্ধ নুসরাতের বান্ধবী মনি ৫ দিনের রিমান্ডে