নিজস্ব প্রতিবেদক:
আলী আশরাফের মৃত্যুতে শূন্য কুমিল্লা-৭ সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করল চিকিৎসক প্রাণ গোপাল দত্তকে।
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ফলে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় এই উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হলেন প্রাণ গোপাল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন। চিকিৎসা সেবায় অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন ২০১২ সালে।
৬৮ বছর বয়সী নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ প্রাণ গোপাল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চান্দিনার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন প্রাণ গোপাল।
তবে সেবার আওয়ামী লীগ দলের পুরনো নেতা আলী আশরাফকেই বেছে নেয় প্রার্থী হিসেবে। সাবেক ডেপুটি স্পিকার আশরাফ ওই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নয়টি উপজেলা ও একটি পৌরসভায় উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যশোর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী জেলার সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদে মো. রকিবুল হাসান শিবলী, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদে মো. রাব্বানী জব্বার, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী জেলার সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
পৌরসভা উপনির্বাচনে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস নৌকার প্রার্থী হচ্ছেন।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচন মো. জিয়াউল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।