কুমিল্লা সদরের অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সোমবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে।

এদিকে উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, ছায়া বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে অধিকাংশ ভোট কেন্দ্রেই বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট নেই।

বিএনপি প্রার্থী তার এজেন্টদের বের করে দেয়া এবং কোনো কোনো ভোট কেন্দ্রে এজেন্টদের না যাওয়ার জন্য হুমকি দিয়ে নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।এসব কেন্দ্রে ভোটারের উপস্থিতিও কম।

বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২নং মহিলা বুথে গিয়ে দেখা যায় ২ ঘণ্টায় মাত্র ৭টি ভোট পড়েছে।

জানা যায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।

এ উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ৯৫ হাজার ১৫৫ জন।

বলরামপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম জিলানী জানান, এ কেন্দ্রের সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রায় ১৫০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তবে অধিকাংশ ভোট কেন্দ্রেই বিএনপির এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল কাইয়ুম বলেন, আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরা বেশির ভাগ ভোট কেন্দ্রে তার এজেন্টদের যেতে দেয়নি। কোথাও থেকে বের করে দিয়েছে। আবার কোনো কোনো কেন্দ্রে এজেন্টদের না যাওয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমি দিয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে নির্বাচনী কর্মকর্তাকে তিনি মৌখিকভাবে জানিয়েছেন। তবে লিখিত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধতরকারিতে লবণ বেশি হলে কী করবেন?
পরবর্তী নিবন্ধতিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে