কুমিল্লায় শুরু হলো পুলিশের বডি ওর্ন ক্যামেরার ব্যবহার

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা পুলিশে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো ফারুক আহমেদ।

তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে পুলিশ সদস্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। কুমিল্লা পুলিশ আরও এগিয়ে যাবে। আমরা ক্রমান্বয়ে সকল সদস্যদের এই প্রযুক্তির আওতায় নিয়ে আসবো।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম, সদর সার্কেল সোহান সরকার, ট্রাফিক ও প্রসিকিউশন রাজন সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন সিলেটের ১৫ ইউপি নবনির্বাচিত চেয়ারম্যানরা
পরবর্তী নিবন্ধমানিকগঞ্জে ছেলের মৃত্যু শোকে মায়ের মৃত্যু