কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

 

কুমিল্লায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার রামরাই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল মাদক উদ্ধার করতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কোমাল্লা এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শীর্ষ মাদক ব্যবসায়ী ফারুক নিহত হয়।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান এক ক্ষুদে বার্তায় জানান, নিহত মাদক ব্যবসায়ী ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে বিপূল পরিমাণ ইয়াবা, গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোরবানি ঈদ উপলক্ষ্যে ওয়ালটনের ১৪৫ মডেলের ফ্রিজ বাজারে
পরবর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে চবি শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন