কুমিল্লার ময়নামতিতে দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনচালক আহত

কুমিল্লা প্রতিনিধি : দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে তেলবাহী ট্যাংকার ট্রেনের চালক আহত হয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটের দিকে কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন সিরাজী বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্বৃত্তরা পাথর ছোড়ে। এতে ট্রেনের চালক মনোয়ার হোসেন আহত হন। আহত অবস্থায় তিনি লালমাই স্টেশনে নেমে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার চট্টগ্রামের উদ্দেশে চলে যান। আমরা পৌঁছানোর আগেই তিনি চলে যান। ঘটনার পরই আমরা আশপাশের সব এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করেছি, যেন এমন ঘটনা আর না ঘটে। আমরা নজর রাখছি, এমন ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় দেব।

পূর্ববর্তী নিবন্ধসোনাইমুড়ীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধমাদারীপুরে ২ ইজিবাইকের সংঘর্ষে ৭ মাসের শিশুর মৃত্যু