কুমিল্লায় ন্যাশনাল লাইফের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
দেশের খ্যাতনামা জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। রবিবার(২৫ জানুয়ারী)

কোটবাড়ী শালবন বিহারে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন দরিদ্র মানুষের মাঝে উক্ত কম্বল বিতরণ করেন। প্রায় তিন শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সবসময় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল লাইফ বীমা ব্যবসার পাশাপাশি জনকল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ন্যাশনাল লাইফের উদ্যোগে বৃক্ষ রোপণ, দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত নানা কল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে।

এ সময় সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলম, দেবিদ্বার মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা মোঃ কাউছার আলম, কুমিল্লা সদর মডেল অফিসের মনিটরিং কর্মকর্তা ও এভিপি মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য
পরবর্তী নিবন্ধকারিগরি শিক্ষা বোর্ডের সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত