পপুলার২৪নিউজ ডেস্ক:
পড়েছেন বন্যপ্রাণী ও মৎস্যবিজ্ঞান নিয়ে। সেই সূত্রে ম্যাকেঞ্জি নোল্যান্ড টেক্সাসের বেমাউন্ট রেসকিউ সেন্টারে শিক্ষানবীস হিসেবে কাজ শুরু করেন গত মে’তে। এ সেন্টারে প্রায় ৪৫০টি কুমির আছে। এখানেই কাজ করতে গিয়ে বিগ টেক্স নামের বিশালাকার একটি কুমিরের সঙ্গে সখ্য গড়ে উঠে ম্যাকেঞ্জির।
শুক্রবার গ্র্যাজুয়েট হিসেবে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করবেন ম্যাকেঞ্জি নোল্যান্ড। সাধারণত শিক্ষাজীবনের এ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই সহপাঠী-শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন। কিন্তু ম্যাকেঞ্জি সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে ছবি তুলেছেন তার প্রিয় কুমির বন্ধু বিগ টেক্সের সাথে।
ম্যাকেঞ্জির দাবি, তার কথা বোঝে বিগ ট্যাক্স। তাকে খাওয়াতে যখন তিনি পুকুরে নামের তখন বিগ ট্যাক্স নাকি তার হাতের ইশারায় সাড়াও দেয়!
-সূত্র: বিবিসি