জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তিনি ক্যাম্পে পৌঁছান। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, কক্সবাজারের জেলা প্রশাসকসহ ৬০ সদস্যর একটি প্রতিনিধিদল রয়েছেন।
বিকেল ৩টায় কুতুপালং ক্যাম্পের মাঝি আবু সিদ্দিক জানান, তুরস্কের ফার্স্ট লেডি কুতুপালং ক্যাম্পের দক্ষিণ পাশে অনিবন্ধিত রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে ওপারের নির্যাতন, হামলা, অগ্নিসংযোগের বিষয়ে কথা বলেছেন। কক্সবাজার থেকে ফিরে এসে ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।