পপুলার২৪নিউজ ডেস্ক:
ইউরোপে খেলা ব্রাজিল ফুটবলারদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন নেইমার। এর স্বীকৃতি হিসেবে সাম্বা গোল্ড ট্রফি জিতেছেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই ট্রফি শোকেসে ভরলেন পিএসজি ফরোয়ার্ড। এ পুরস্কারের দৌড়ে দ্বিতীয় হয়েছেন ফিলিপ কুতিনহো।
পপুলার২৪নিউজ ডেস্ক:
ইউরোপে খেলা ব্রাজিল ফুটবলারদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন নেইমার। এর স্বীকৃতি হিসেবে সাম্বা গোল্ড ট্রফি জিতেছেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই ট্রফি শোকেসে ভরলেন পিএসজি ফরোয়ার্ড। এ পুরস্কারের দৌড়ে দ্বিতীয় হয়েছেন ফিলিপ কুতিনহো।
সাধারণত সাংবাদিক, সাবেক পেশাদার ফুটবলার ও সমর্থকদের ভোটে ইউরোপে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নির্বাচিত হন। ২৭ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়ে ২০১৭ সালের সেরা ফুটবলার নির্বাচিত হন নেইমার। ১৬ দশমিক ৬৪ শতাংশ ভোট পান কুতিনহো।১৪ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো।
এর আগে ২০১৪ ও ২০১৫ সালে পুরস্কারটি বগলদাবা করেন নেইমার। তবে ২০১৬ সালে তা দখল করে নেন লিভারপুল সেনসেশন কুতিনহো।
সাম্বা গোল্ড ট্রফির প্রচলন শুরু হয় ২০০৮ সালে। প্রথমবার সেটি জেতেন ওই সময়ের সুপারস্টার কাকা। এরপর সর্বোচ্চ টানা তিনবার তা ঘরে তোলেন থিয়াগো সিলভা। এবার জিতে ক্লাব সতীর্থের ওই রেকর্ডে ভাগ বসালেন নেইমার।
গত বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ফরাসি ক্লাবটিতে যোগদানের পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ২০ ম্যাচে ১৭ গোল করেছেন ব্রাজিল যুবরাজ।ওই বছর জাতীয় দল ব্রাজিলের হয়েও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। তথ্যসূত্র:ডেইলিস্টার ডট ইউকে