কুকুর দিয়ে চিকিৎসা করা হচ্ছে ব্রাজিলের হাসপাতালে

4

পপুলর২৪নিউজ ডেস্ক:

ব্রাজিলের একটি হাসপাতাল চিকিৎসাক্ষেত্রে যেন নতুন এক ধারার সূচনা করেছে। এ হাসপাতালে রোগীদের প্রয়োজন অনুযায়ী কয়েকটি থেরাপির জন্য ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষিত কুকুর।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
ব্রাসিলিয়ার সাপোর্ট হসপিটালে চিকিৎসায় সহায়তার জন্য রয়েছে বেশ কয়েকটি প্রশিক্ষিত কুকুর। বড়-ছোট এ কুকুরগুলোর মধ্যে রয়েছে জার্মান শেফার্ড থেকে শুরু করে শিহ টিজুস পর্যন্ত নানা প্রজাতি। এ কুকুরগুলো বিভিন্ন রোগীর প্রয়োজনে ১৫ মিনিট করে সময় দেয়।
কোন ধরনের রোগীদের সময় দেয় কুকুরগুলো? এ প্রসঙ্গে জানা যায় ক্যান্সার আক্রান্ত রোগী থেকে শুরু শুরু করে ক্রনিক রোগী ও ট্রমা আক্রান্ত রোগী সবাই এ কুকুরগুলোর সেবা পায়।
কী ধরনের সেবা দেয় কুকুরগুলো? মূলত রোগীর সঙ্গে সময় দিয়ে খেলাধুলা করে তাদের মন ভালো করার চেষ্টা করে কুকুরেরা। আর এতে উপকারও পাওয়া যাচ্ছে বেশ।
হাসপাতালে চিকিৎসাধীন ২৭ বছর বয়সী রোগী জ্যাকুলিন ক্যাস্ট্রো। তিনি নার্ভ ডিসঅর্ডার রোগে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘এতে আমার মন খারাপ ভাবটা চলে গেছে। ’
ব্রাজিলের হাসপাতালটিতে এ প্রকল্প শুরু হয়েছে পাঁচ মাস আগে। এখন ৬০ জন স্বেচ্ছাসেবী তাদের কুকুর নিয়ে এসেছেন হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে। তবে তাদের সবাইকেই রোগীর চিকিৎসা দেওয়ার উপযোগী বলে মনে করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তাই তাদের মধ্যে বেছে ১০ জন রোগীকে এ চিকিৎসাভার দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে কুকুরগুলোকে পর্যবেক্ষণ করেন। তারা যদি যে কোনো রোগীকে বিনা প্রশ্নে গ্রহণ করতে পারে বা মেনে নিতে পারে তাহলেই প্রশিক্ষণ শুরু হয়। এরপর রোগীদের কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসার অংশ হিসেবে সেই কুকুরটিকে।

পূর্ববর্তী নিবন্ধউড়োজাহাজের ককপিটে মদ্যপ অবস্থায় পাইলট গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনন্দিতা দাসের ঘরে ভাঙন