কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুস্তাইন বিল্লাহ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মুস্তাইন বিল্লাহ।

আগামী ২৮ ফেব্রুয়ারির এ আসনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবেন মুস্তাইন বিল্লাহ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মুস্তাইন বিল্লাহ বর্তমানে জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতি এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতির আজীবন সদস্য। তিনি সাবেক ছাত্রনেতা হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি মারা যাওয়ায় কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনিরপরাধ ব্যক্তি কারাগারে, দুদক মহাপরিচালককে হাইকোর্টের তলব
পরবর্তী নিবন্ধইপিজেড শ্রম আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন