কিশোরগঞ্জে বিএনপির জেলা সভাপতিসহ ৮২ নেতাকর্মী জামিনে মুক্ত

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
দ্রুত বিচার আইনে পুলিশের দায়ের করা মামলায় কিশোরগঞ্জ কারাগারে আটক কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৮২ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন।

হাইকোর্টের দেয়া জামিনে শুক্রবার তারা মুক্তি পেয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে কারাগারের সামনের গেটে শত শত নেতাকর্মী মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে কুলিয়ারচরে নবগঠিত জেলা বিএনপির নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারসেল ও গুলি ছুঁড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কর্তব্যকাজে বাধা ও হামলার অভিযোগ এনে জেলা বিএনপির সভাপতিসহ ৮২ নেতাকর্মীকে আসামি করে কুলিয়ারচর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে।

এ মামলায় গত ১১ জানুয়ারি আদালতে হাজির হয়ে এসব নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে আদালতে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধভ্রমণ নিষেধাজ্ঞা সরাতে ট্রাম্পকে ইরাকের অনুরোধ
পরবর্তী নিবন্ধবিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু