কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ

নিউজ ডেস্ক

রাশিয়ার বৃহত্তর হামলার শঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে নিয়োজিত কর্মীদের পাশাপাশি শহরটিতে অবস্থানরত অন্য মার্কিন নাগরিকদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, কিয়েভে ব্যাপক বিমান হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে ‘অতিরিক্ত সতর্কতাবশত’ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভে বিমান হামলার সতর্কতা ঘোষণা হওয়া মাত্রই মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনীয় রাজধানীতে সম্ভাব্য রুশ বিমান হামলার ‘সুনির্দিষ্ট তথ্য’ পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেন অনুমোদন দেওয়ার পর ওই হামলা চালানো হয়। এর জবাবে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলছে, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল
পরবর্তী নিবন্ধসশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া