পপুলার২৪নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় নিহত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে বিষপ্রয়োগে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
এই অভিযোগে আটক হওয়া এক নারীকে আদালতে হাজির করা হবে। দ্বিতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর সৎ ভাইকে হত্যার পেছনে কলকাঠি নেড়েছেন, তবে দাবির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। নিহত ব্যক্তি কিম জং ন্যাম কিনা, তা মালয়েশিয়া এখনো নিশ্চিত করেনি। তবে দক্ষিণ কোরিয়া নিশ্চিত যে কুয়ালালামপুরে নিহত ব্যক্তি উ কোরিয়ার নেতার সৎ ভাই।
বৃহস্পতিবার সাবেক উ. কোরীয় নেতা কিম জং ইলের ৭৫তম জন্মদিন পালন করছে উ. কোরিয়া। বুধবার মালয়েশিয়া হাসপাতালে উ. কোরিয়া দূতাবাসের কর্মকর্তারা যাওয়ার পর শোনা গিয়েছিল জং ন্যামের মৃতদেহ দাবি করেছে তাঁরা।
সূত্র : বিবিসি