কিমের সঙ্গে বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হয়েছে: ট্রাম্প

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষীত বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২২ মার্চ হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, দুই নেতার মধ্যে তৃতীয় বৈঠকটি যুক্তরাষ্ট্র ও কোরীয় জোটের শক্তির বিষয়টি আরও জোরদার করবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে তার আসন্ন বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার টেক্সাসের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের প্রাক্কালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা একটি তারিখ ও একটি স্থান নির্ধারণ করে ফেলেছি। বিষয়টি শিগগিরই ঘোষণা করা হবে।

উত্তর কোরিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, উত্তর কোরিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করার প্রশ্নে অনেক ঘটনা ঘটে গেছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আমি গতকালও যেমনটি বলেছি, অপেক্ষায় থাকুন। অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা
পরবর্তী নিবন্ধএসএসসির ফল রোববার