পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কাস্টমস কর্মকর্তা সেজে কোটি টাকা হাতিয়ে নেয়ার পর সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর মিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি জানান, সংঘবদ্ধ প্রতারক দল কাস্টমস কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছিল।অবশেষে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয় র্যাব।
বুধবার দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।