কাশ্মিরে ভারতের হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত

পপুলার২৪নিউজ প্রতিবেদক

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে অন্তত দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভিম্বার সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এ হামলার ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।

পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-আইএসপিআর অভিযোগ করেছে, ভারতীয় সেনারা বিনা উসকানিতে হামলা চালিয়েছে।

২০০৩ সালে দুই দেশই নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি ঘোষণা করেছে। কিন্তু প্রায়ই সেখানে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করে।

মঙ্গলবার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ডেপুটি হাই কমিশনার জেপি সিংকে তলব করে এবং বিনা উসকানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সৈন্যদের অস্ত্রবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায়।

মন্ত্রণালয় আরও জানায়, ২০১৮ সালে ভারতীয় বাহিনী চারশ’রও বেশি বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। এতে ১৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবনানীতে ধর্ষণ : ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২২ মার্চ
পরবর্তী নিবন্ধরাজধানীতে হোলি উৎসবে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত