ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে এক ভয়াবহ বন্দুক যুদ্ধে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) শীর্ষ কমান্ডার নূর মোহাম্মদ তান্ত্রে নিহত হয়েছে।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে, কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার শ্যামবুরা এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
পুলওয়ামা জেলার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, সেনা ও পুলিশের এ যৌথ বাহিনীর সাথে রাতভর বন্দুক যুদ্ধে জঙ্গি দল জইশ-ই-মোহাম্মদ এর শীর্ষ কমান্ডার নিহত হয়। নিহত জঙ্গি নেতা সংগঠনটির আঞ্চলিক কমান্ডার ছিলেন। গোয়েন্দা সূত্রের নিশ্চিত খবর পেয়ে যৌথ বাহিনী গ্রামটিতে হামলায় পরিচালনা করে।
পুলিশ প্রধান শেষ পাল ভাইদ গণমাধ্যমকে বলেন, জঙ্গিরা শ্রীনগর-জম্মু হাইওয়েতে বড় ধরনের সামরিক বহরে হামলার পরিকল্পনা করছিল। এখন পর্যন্ত এক জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের আটকের জন্য তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, বন্দুক যুদ্ধে একজন পুলিশ সদস্যরা আহত হয়েছে।