গোপালগঞ্জ প্রতিনিধি:
যাত্রীবেশে বাস ডাকাতির প্রস্তুতিকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী নৈশকোচ তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত্বর এলাকা থেকে সোমবার দিনগত রাত পৌনে ১ টার দিকে তাদের আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ধারালো চাকু, মোবাইল ফোন, সীমসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা এলাকার হাসমত আলী শিদকারের ছেলে বাবুল শিকদার (৪০), একই এলাকার আমজাদ শেখের ছেলে ফরহাদ শেখ (২৫), একই জেলার লবনচরা থানার রুপসা মোল্যাপাড়া এলাকার ফজলুল তালুকদারের ছেলে জিহাদ তালুকদার (২৫), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের মৃত আলী আক্কাস শেখের ছেলে কালাম শেখ (২৮) ও ইলিয়াস শেখ (২৬) এবং গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর বস্তির নবীন হোসেনের ছেলে রায়হান (২০)।
মঙ্গলবার সকাল ১০ টায় কাশিয়ানী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আজিজুর রহমানও ভাংগা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান। কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মন্ডল বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেছেন।
ওসি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনে একটি বাসে যাত্রীবেশে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা ওসি আজিজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার ওসির আতাউর রহমানের যৌথ নেতৃত্বে পুলিশের একটি দল ভাটিয়াপাড়া গোল চত্ত্বর এলাকায় অবস্থান নেয়। ওই বাসটি ভাটিয়াপাড়া গোল চত্ত্বর এলাকায় পৌঁছালে থামানোর জন্য সংকেত দিলে চালক বাস থামায়। এ সময় ওই বাসে তল্লাশি চালিয়ে সাত ডাকাত সদস্যকে আটক করা হয়। আটকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই