কাশিয়ানীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মানববন্ধন ও স্বারক লিপি পেশ

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চত্ত্বরে বেসরকারী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা থেকে ১০% কর্তনের দাবীতে এবং জাতীয়করণের দাবীতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা বৃহস্পতিবার সমাবেশ,মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি পেশ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জইন উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুই ঘন্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন স্বারক লিপি কাশিয়ানী জমা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঘি’র উপর ভাসছে হাটহাজারী
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতা