কাশিয়ানীতে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান সড়ক উদ্ধোধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নে গতকাল মঙ্গলবার বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান সড়কের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ সড়কের উদ্ধোধন করেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।
কাশিয়ানী উপজেলা এলজিইডি’র অর্থায়নে ১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৫.২০ কিলোমিটার সড়কের উদ্ধোধন অনুষ্ঠানে অন্যানের উপস্থিত ছিলেন, এলজিইডি গোপালগঞ্জ নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ওসি আজিজুর রহমান, আওয়ামী লীগের নেতা অনোয়ার হোসেন আনু, বিপ্লব হোসেন প্রমূখ। এছাড়া তিনি উপজেলার বুধপাশা গ্রামে ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর পরির্শন করেন। এর পূর্বে তিনি উপজেলা সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে এক মতবিনিময় এবং তার ঐচ্ছিক তহবিলের টাকা বিতরন ও গ্রাম পুলিশদের মাঝে টর্চ লাইট বিতরন করেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমোহাম্মদ নাওয়াজ সাউথ বাংলা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত