কাশিয়ানীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি ,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে কাশিয়ানী উপজেলার জোত্কুরা গ্রামের পশ্চিমপাড়ায় এ সংঘর্ষ ঘটে।

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, উপজেলার জোত্কুরা পশ্চিমপাড়া গ্রামের জুন্নু মোল্যা ও শফিক মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে মারাত্মক আহতাবস্থায় আটজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধ৫ উইকেটের জয় পেল বাংলাদেশ ‘এ’ দল
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন : ইনু