কাশিয়ানীতে গম সংগ্রহ শুরু

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সরকারি ভাবে গম সংগ্রহ অভিযান মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। কাশিয়ানী উপজেলা এলাকার কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে প্রতি কেজি ২৮ টাকা দরে মোট ২৮৯ টন গম সংগ্রহের কথা রয়েছে। সরকারের পক্ষে গুদাম কর্মকর্তা সরাসরি কৃষকদের কাছ থেকেই এই গম ক্রয় করবেন। উপজেলার ভাটিয়াপাড়া খাদ্য গুদামে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে গম সংগ্রহ অভিযানের উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজি জাহাঙ্গীর আলম, কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি হানিফ মাহমুদ, সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সাংবাদিক টিটন শিকদার গুদাম কর্মকর্তা আব্দুর রশিদ শেখ, আওয়ামীলীগ নেতা আয়নূল হত শরীফ প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন আইন নিয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধ২০১৮ সালেই জুলুম-অত্যাচার বিদায় নেবে: খালেদা জিয়া