গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
শনিবার দুপুরে উপজেলার পূর্বপাড়ার একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান।
নিহতরা হলেন- চাঁদপুরের সদর উপজেলার বাখরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে রাজমিস্ত্রী ইসমাইল হোসেন সুমন (৪৫) এবং তার সহকারী গাইবান্ধার নাহিদ (২২)।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের লিডার মো. রাকিবুল ইসলাম বলেন, নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকে শাটারিং খুলতে নামেন নাহিদ। দীর্ঘ সময় উঠে না আসায় প্রধান রাজমিস্ত্রী সুমন মিয়া তাকে খুঁজতে ট্যাংকের ভেতরে গেলে তিনি দেখেন নাহিদ অসুস্থ অবস্থায় পড়ে আছেন।
“এ সময় সুমনও ট্যাংকের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে অপর দুই শ্রমিক মাহবুব ও মুকুল তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে তারাও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যান।”
রাকিবুল ইসলাম বলেন, “পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমন ও নাহিদকে মৃত ঘোষণা করেন।”
ওই সেপটিক ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাস জমে ছিল; বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।