পপুলার২৪নিউজ প্রতিবেদক:: আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে জামদানি পণ্য প্রদর্শনী ও মেলা। ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
দশ দিনব্যাপী এই মেলা চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রদর্শনী ও মেলা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিক চেয়ারম্যান মোশ্তাক হাসান এনডিসি।
মেলায় ২৫টি স্টল থাকবে। এসব স্টলে জামদানি কারুশিল্পীরা তাদের নিপুণ হাতের তৈরি তেরছা, জলপাড়, পান্নাহাজার, করোলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলাফুল, আঙ্গুরলতা, ময়ূর প্যাঁচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড় ও ঝুমকাসহ আরও বাহারি নামের ও নকশার জামদানি শাড়ি তুলবেন।