কাল আর্জেন্টিনার ম্যাচ কখন, কোথায় দেখবেন

স্পোটর্স ডেস্ক:

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। বিদায় নিশ্চিত হয়ে গেছে বলিভিয়ার। গ্রুপপর্বে দুই দলের মুখোমুখি শেষ লড়াইটি তাই কেবলই আনুষ্ঠানিকতার।

তবে এই ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে আর্জেন্টিনার। আপাতদৃষ্টিতে গুরুত্বহীন লড়াইটিকেও তাই নজরের বাইরের রাখার উপায় নেই।

ব্রাজিলের এরেনা পান্তানালে ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায়। টিভিতে সরাসরি দেখা ‍যাবে খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন টু।

এখনও পর্যন্ত তিন ম্যাচে দুই জয় ও এক ড্রতে পাওয়া ৭ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। বলিভিয়া তিন ম্যাচের সব কটি হেরে পাঁচ দলের মধ্যে সবার শেষে।

একই সময়ে মাঠে গড়াবে এই গ্রুপেরই আরেকটি লড়াই। উরুগুয়ে আর প্যারাগুয়ে মুখোমুখি হবে অলিম্পিক স্টেডিয়ামে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলে আরোহী বহন করা যাবে না
পরবর্তী নিবন্ধশেষ ম্যাচে ৬ পরিবর্তন আর্জেন্টিনা দলে