পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার রাতে আগুনে একটি কলোনীর ১৮টি ঘর ও মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকার খোরশেদ আলমের মালিকানাধীন শ্রমিক কলোনিতে সোমবার রাত সোয়া ৮টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
আগুনে ওই কলোনির টিনের তৈরি ১৮টি ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে কেউ আহত হয় নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।