কার রেসিংয়ে অংশ নিলেন সৌদি তরুণী

পপুলার২৪নিউজ ডেস্ক:

এবার প্রথমবারের মতো কার রেসিংয়ে নাম লিখিয়েছেন সৌদি আরবের রিমা জুফালি নামের এক নারী। ২৭ বছর বয়সী এই তরুণী জাগুয়ার আই-পেস ই ট্রফিতে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

গাড়ির হুইল ধরতে নারীদের ওপর কয়েক দশকের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার পরেই নতুন এই খবরটি জানা গেল।

কালো ও সবুজ রঙের জাগুয়ার আই-পেসে বসা জুফালি বলেন, গত বছর নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। পেশাগতভাবে এই রেসে অংশ নেয়ার কথা এর আগে কখনো ভাবতেও পারতাম না।

তিনি বলেন, কিন্তু ঘটনা হচ্ছে, আমি এখন এমনটা করছি। এটা খুবই চমৎকার একটা সুযোগ।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাইরে দিরিয়ায় চলছে এই প্রতিযোগিতা। এরই মধ্যে শুক্রবার নিজের দক্ষতার প্রদর্শন করেছেন জুফালি। শনিবারও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি।

জেদ্দায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা জুফালির শিক্ষাজীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। সেখানেই তার গাড়ি চালানোর হাতে-খড়ি।

জুফালি আরো বলেন, অনেক নারীর হয়তো সুযোগ নেই গাড়ি চালানো শেখার। অনেকের কাছে গাড়ি চালানো খুবই ঝুঁকির কাজ। আর সৌদি আরবে এটিতো অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর আমি সেটি এখন করছি। এটি খুবই আনন্দের ও খুশির।

সৌদি আরবে তিনিই একমাত্র নারী যিনি কার রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতিপত্র পেয়েছেন।

দেশটিতে রেসিংয়ে অংশ নিতে হলে এই অনুমতিপত্র পাওয়া বাধ্যতামূলক।

সৌদি আরবের বাইরেও হাতে গোনা কয়েকজন নারী কার রেসিংয়ের মতো খেলার সঙ্গে যুক্ত।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পাচ্ছে শাহরুখ কন্যা সুহানা অভিনীত প্রথম সিনেমা
পরবর্তী নিবন্ধদেশের মানুষ এখন আর শান্তিতে নেই : আব্বাস