কারওয়ান বাজারে মাদক কারবারি জোসনা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে জোসনা বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজার শুঁটকি পট্টির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন।

তিনি জানান, গ্রেফতার জোসনা কারওয়ান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা কারবারি। তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘোরেন। এর আড়ালেই গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

ওসি মহসীন আরও জানান, তার স্বামী মাদকসেবী। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যান। জোসনা গ্রেফতার হলে তার স্বামীই তার জামিন করান। জোসনার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন ১০ বার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আরব বসন্তের সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধগাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত