কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি তেজগাঁও ও আশেপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করত। গোপন তথ্যে ভিত্তিতে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানার একটি দল।

তিনি আরও জানান, রাসেল জমাদ্দারের নামে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরক দ্রব্য আইনে মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সতর্কতা
পরবর্তী নিবন্ধবায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার অবস্হান ১২