কাবুলে ভয়াবহ বোমা হামলার পর সুষমা স্বরাজের টুইট

পপুলার২৪নিউজ ডেস্ক:

আজ বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে বোমা হামলার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন, সেখানকার ভারতীয় দূতাবাসের সবাই নিরাপদে আছেন।

ঘটনাস্থল থেকে ভারতীয় দূতাবাসের দূরত্ব প্রায় ৫০ মিটার বলে জানা গেছে।

কাবুলের কেন্দ্রস্থল ওয়াজির মহম্মদ আকবর খান এলাকার জানবাক স্কয়ারে চালানো ওই গাড়ি বোমা হামলায় এখনও পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও প্রায় সাড়ে তিনশ’ মানুষ। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং পিটিআই এ খবর জানিয়েছে।

বোমাটি বিস্ফোরিত হয়েছে ইরান, জার্মানি ও ভারতের দূতাবাসের খুবই নিকটবর্তী। বিস্ফোরণ স্থানের ১০০ মিটারের মধ্যে থাকা একটি বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। ভারতীয় দূতাবাসের দরজা-জানালার কাচও ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধআসছে মটো জেড২ প্লে, চলবে সব মটো মডস
পরবর্তী নিবন্ধইন্দিরা গান্ধীর চেয়ে জনপ্রিয় মোদি!