পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের কাছে নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টার সময় মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সোমবার রাতে মক্কার গ্রান্ড মসজিদের ভেতর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।
গ্রেফতার ওই ব্যক্তি সৌদি আরবের নাগরিক, তার বয়স ৪০ বছর।
তিনি গায়ে পেট্রল ঢালার পর আগুন লাগানোর চেষ্টা করেন বলে জানান গ্রান্ড মসজিদ পুলিশের মুখপাত্র মেজর সামেহ আল সালামি।
এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তির কর্মকাণ্ড দেখে তাকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি পেট্রল ঢেলে গায়ে আগুন দেয়ার আগেই তাকে ঘিরে ফেলে ওমরা পালন করতে আসা মুসল্লি এবং পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা সৌদি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রেফতার ওই ব্যক্তি কিসওয়াহ নামে কাবার কালো গিলাফেও আগুন দেয়ার চেষ্টা করেছিলেন।
একজন প্রত্যক্ষদর্শীর বরাতে বলা হয়, আগুন দেয়ার চেষ্টাকালে ওই ব্যক্তিকে ‘তাকফিরি’ স্লোগান দিতে শোনা যায়।
তবে ওই ব্যক্তি কাবায় আগুন দিতে চেয়েছেন বলে যে গুজব ছড়িয়েছে তা নাকচ করে দিয়েছেন সৌদি কর্মকর্তারা। তারা জোর দিয়ে বলছেন এই ওই ব্যক্তি শুধু নিজের ক্ষতি করতে চেষ্টা করেছে।