কাফরুলে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর কাফরুলের মিরপুর ১৪ নম্বরে খান ম্যানশন নামের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানীর মতো এখানেও আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে নৌবাহিনীর সদস্যরাও অংশ নেন। আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন ন‌ামের একজন ফায়ারম্যান আহত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল রহমান বলেন, কাফরুল থানাধীন কচুক্ষেতের পুলপাড় এলাকার যে ভবনে আগুন লেগেছে সেটি সিটি পার্ক সেন্টার নামে পরিচিত।

রেস্টুরেন্টের ওপর ষষ্ঠ ও সপ্তম তলায় গার্মেন্টসের গোডাউন আছে। সেখানে আগুন লেগেছে।

এস আই ফয়সাল রহমান আরও জানান, গার্মেন্টসের গোডাউন তালাবদ্ধ ছিল। তবে আগুন লাগার ফ্লোর থেকে কোনো লোকজনকে দেখা যায়নি। পহেলা বৈশাখের ছুটি থাকায় ভবনে কোনো মানুষ ছিল না, সে কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার বিকেল ৫টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন ফখরুল
পরবর্তী নিবন্ধসুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর