কাপ্তাই বাঁধের ১৬টি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইজগেটের আংশিক খুলে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে ঝুঁকির আশঙ্কায় এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম।

আবদুর রহিম আরও বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই কাপ্তাই বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হয়েছে। বাঁধের একেক একটি দরজা ১৮ ইঞ্চি লম্বা। প্রতিটি ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

ভারী বর্ষণে কাপ্তাই লেকের পানি বেড়ে গেছে। পুরোনো এই লেকে বেশি পানি হলে ঝুঁকি রয়েছে। এ কারণে দরজাগুলো খোলা হয়েছে। লেকের পানি এই দরজা দিয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধাশ্রমে চিত্রনায়িকা রোজিনা
পরবর্তী নিবন্ধজগন্নাথপুরে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ