পপুলার২৪নিউজ ডেস্ক:
জন্মের পরপরই শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছিল নবজাতকটি। এ কারণে তিন দিন বয়সেই হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।
কিন্তু হাসপাতালেই ঘটল নিষ্ঠুর ঘটনা। শিশুটির কান্নায় বিরক্ত হয়ে তার পা ভেঙে দিয়েছে হাসপাতালেরই একজন ব্রাদার!
ভারতের উত্তরখণ্ড প্রদেশের রুরকি এলাকার একটি বেসরকারি ‘চাইল্ড কেয়ার হাসপাতালে’ এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি শিশুটি ভূমিষ্ঠ হয়। পরে ২৮ জানুয়ারি শ্বাসকষ্টের সমস্যার কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, যে কক্ষে রেখে শিশুটির অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছিল সেখানে হাসপাতালের একজন কর্মী আরাম করছিল।
কয়েক মিনিট পর শিশুটি কেঁদে উঠলে ওই কর্মী শয্যা থেকে উঠে পড়েন, এরপর তিনি শিশুটির পা জোরে টেনে ধরে ডায়াপার পরিবর্তন করেন।
শিশুটি যখনই কেঁদে উঠছিল তখনই তিনি এমনটি করছিলেন বলে ফুটেজে দেখা যায়।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, শিশুটিকে ওই হাসপাতাল থেকে দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি করার পর তা পা ভেঙে দেয়ার বিষয়টি চিকিৎসকদের নজরে আসে।
এরপর অভিযুক্ত হাসপাতালকর্মীকে আটক করে নিরাপত্তা হাজতে পাঠায় পুলিশ। এখন শিশুটির পা ভেঙে দেয়ার ঘটনার তদন্ত চলছে।
শিশুটির বাবা বলেন, আমার সন্তানকে রাতভর নির্যাতন করেছে ওই ব্রাদার, সে বাচ্চাটির পা ভেঙে ফেলেছে।