কানাডা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী জঙ্গিনেতা!

পপুলার২৪নিউজ ডেস্ক:

কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারত সফর উপলক্ষে দিল্লিতে নৈশভোজের আয়োজন করেছে কানাডার দূতাবাস। কিন্তু বৃহস্পতিবারের ওই ভোজসভায় আমন্ত্রিত এক ব্যক্তিকে নিয়েই এই মুহূর্তে উত্তপ্ত ভারতের কূটনৈতিক মহল। জসপাল অটওয়াল নামের ওই ব্যক্তি আসলে নিষিদ্ধ খলিস্তান আন্দোলনের নেতা ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

এছাড়া জসপাল অটওয়াল ওই আন্দোলনের সময় একটি খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে ট্রুডো ও তার পরিবার ভারত সফর করেন। কানাডার সংবাদমাধ্যমসহ একটি প্রতিনিধিদল তার সঙ্গে সফর করেন। সেই দলেই ছিলেন জসপাল।

ভারতীয় সংবাদমাধ্যমে জসপালের প্রকৃত পরিচয় নিয়ে লেখালিখি হওয়ায় এ দিনের ভোজসভা থেকে তার নাম বাদ দেয় দূতাবাস কর্তৃপক্ষ। তবে এমন একজন ব্যক্তি কী করে এ দেশে আসার ভিসা পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধঘরে ঘরে আ’লীগের দুর্গ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ
পরবর্তী নিবন্ধশরীয়তপুরে ট্রাক উল্টে ৩ জন নিহত