কানাডার সিনেটে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা

পপুলার২৪নিউজ ডেস্ক:

নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে  কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট।

স্থানীয় সময় বুধবার অটোয়ার পার্লামেন্ট হিলের সিনেটে মানবাধিকার বিষয়ক কমিটির শুনানিতে মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন ও বাংলাদেশের ভূমিকা বিষয়ে আলোচনা হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিনেটর জিম মানসন।

শুনানিতে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশের ভূমিকার প্রসংশা করা হয়। সেই সঙ্গে অবিলম্বে সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি কানাডার চাপ প্রয়োগের বিষয়টি আলোচিত হয়।

শুনানিকালে সিনেট মানবাধিকার কমিটির বিশেষ আমন্ত্রণে উপস্থিত থেকে বক্তব্য দেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান।

জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

এ সময় হাই কমিশনের মিনিস্টার নাঈম উদ্দিন আহমেদ ও প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্ন করেন কমিটির ডেপুটি চেয়ার সিনেটর সালমা আতাউল্লাহজান, সিনেটর মারিলু ম্যাকফ্রেডান, সিনেটর ইয়োনাহ মার্টিন, সিনেটর থান হাই গো, সিনেটর রেইনেল অ্যান্ড্রিচুক ও সিনেটর রাতনা ওমিডভার।

আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলোর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, বার্মিজ মুসলিমস ও রোহিঙ্গা অ্যাসোসিয়েশন অব কানাডার নেতারা শুনানিতে সাক্ষ্য দেন।

‘বার্মিজ মুসলিমস অব কানাডা’র নেতা আহমেদ রামাদান বলেন, “এটি কেবল জাতিগত নির্মূল নয়, এক ভয়ঙ্কর গণহত্যা। এটা বন্ধ করতে কেবল নিন্দা জ্ঞাপন নয়, বরং কানাডাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

‘রোহিঙ্গা অ্যাসোসিয়েশন অব কানাডা’র প্রেসিডেন্ট আনোয়ার আরকানি রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞের বিবরণ তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দানের জন্য সমস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

রোহিঙ্গাদের উপর নির্যাতন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত এ সকল শুনানির আলোকে  সিনেট মানবাধিকার কমিটি তাদের সিদ্ধান্ত কানাডা সরকারকে জানাবে। সুত্র: বিডিনিউজ

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কাছে দেশের মানুষ ও অগ্রগতি সবার আগে:ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধবিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সেবা সরবরাহে ট্রাম্পের ‘না’