কানাডায় ছুরিকাঘাতে ৪ শিশুসন্তান ও মাসহ ৬ শ্রীলঙ্কান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার রাজধানী অটোয়ায় চার শিশুসন্তান ও মাসহ মোট ছয় শ্রীলঙ্কান ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের কথা জানায়। খবর রয়টার্সের।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছুরি হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমন ঘটনায় তিনি আতঙ্কিত।

ওই শিশুসন্তানদের বাবা হামলায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় ১৯ বছর বয়সী শ্রীলঙ্কান এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। তার নাম ফেব্রিও ডি-জয়সা। তার বিরুদ্ধে ছয়জনকে হত্যা এবং একজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ডি জয়সা ওই পরিবারের পরিচিত ছিলেন এবং তাদের বাড়িতেই থাকছিলেন বলে জানায় পুলিশ।

নিহতদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী এক নারী। নিহত চার সন্তানের বয়স যথাক্রমে ৭ বছর, ৪ বছর, ২ বছর ও ২ মাস। ওই পরিবারের পরিচিত ৪০ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন।

অটোয়া পুলিশের প্রধান এরিক স্টাব এক সংবাদ সম্মেলনে বলেন, সম্পূর্ণ নিরীহদের সঙ্গে এ ঘটনা ঘটেছে

কানাডায় নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনা খুব বেশি দেখা যায় না। ২০২২ সালের ডিসেম্বরে এক ব্যক্তি টরন্টো শহরতলীতে পাঁচজনকে গুলি করে হত্যা করেন।

ওই বছরের সেপ্টেম্বরে পশ্চিমাঞ্চলীয় সাসকাচুয়ান প্রদেশে এক ব্যক্তি ছুরি চালিয়ে ১১ জনকে হত্যা করেন। গ্রেপ্তার হওয়ার পরপরই তিনি কোকেন ওভারডোজে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক নারী দিবস আজ
পরবর্তী নিবন্ধফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৩