কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, আসছেন রাষ্ট্রপতিও

 পপুলার২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে ৩টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। এ সময় ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এ ছাড়া কাদেরকে দেখতে হাসপাতালে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৪টার পরে আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।

এর আগে সকালে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন টিভির প্যানেলে চার বছরের গ্যারান্টি
পরবর্তী নিবন্ধ‘জীবন শঙ্কায়’ ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে প্রধানমন্ত্রী