কাতালোনিয়ার স্বাধীনতার বিষয়ে বাংলাদেশের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে স্পেন

পপুলার২৪নিউজ ডেস্ক: কাতালোনিয়ার স্বাধীনতার বিষয়ে বাংলাদেশের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে স্পেন। তবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণায় ঢাকা থেকে আরো বেশি কিছু আসা করে মাদ্রিদ। স্পেনের পক্ষে ঢাকা থেকে মাদ্রিদ বিবৃতি চায় বলে জানান ঢাকাস্থ স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাস।

রোববার ঢাকায় তার বাসায় সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। গুলশানে ঢাকাস্থ স্পেন রাষ্ট্রদূতের বাসভবনে কাতালোনিয়া ইস্যুতে ঢাকার সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রদূত আলবারো দে সালাস। এ সময়ে তিনি স্পেনের সম্রাজ্য, জন্ম এবং ইতিহাস তুলে ধরেন।

কাতালোনিয়া ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অবস্থানে আমরা কৃতজ্ঞ। আমরা মনে করি যে আমরা এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতা পাবো। কারণ আমরা অনেক দিন থেকেই অংশীদারি সম্পর্ক রক্ষা করে চলছি। এমনকি কঠিন মুহূর্তেও।

রাষ্ট্রদূত বলেন, স্পেনের অবস্থা বুঝতে পেরেছে বাংলাদেশ। আর কাতালোনিয়া ইস্যুতে অবিভক্ত স্পেনের পক্ষে বাংলাদেশ। বাংলাদেশ জানিয়েছে যে, ঢাকা কাতালোনিয়াকে কখনই স্বীকৃতি দেবে না। এমনকি সম্প্রতি স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী তার বক্তৃতায় স্পেনের পক্ষে কথা বলেছেন।

তিনি জানান, যেহেতু সম্প্রতি কাতালোনিয়া তাদের স্বাধীনতা অবৈধভাবে ঘোষণা করেছে। ফলে এখন বাংলাদেশের পক্ষ থেকে আরো কিছু চায় স্পেন। স্পেনের পক্ষে ঢাকার পক্ষ থেকে বিবৃতিও চায় মাদ্রিদ।

উল্লেখ্য, স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া দেশটি থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। কাতালোনিয়াতে গণভোটে স্বাধীনতার পক্ষে রায় পাওয়ার প্রায় এক মাস পর শুক্রবার (২৭ অক্টোবর) স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এর পরপরই কাতালোনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা ও সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন।

বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে স্পেনের অবস্থান ব্যাখ্যায় রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে স্পেন। আর এ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছে স্পেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে স্পেন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যে মানবাধিকার লঙ্ঘন করছে তার নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধগুলশানে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধ১১ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ৪৫ ট্রাক ত্রাণ বিতরণ করবেন খালেদা