কাঠইর-জামালগঞ্জ সড়কের বেহাল দশা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

যানবাহন চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে কাঠইর-জামালগঞ্জ সড়ক। খানাখন্দকে ভরপুর সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগীরা জানান, কাঠইর-জামালগঞ্জ সড়কের বেশিরভাগই চলাচলের অনুপযুক্ত। কাঠইর পয়েন্ট থেকে জয়নগর বাজার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। গত বছর এখানে সংস্কার হলেও নিম্নমানের কাজের ফলে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন আগে এখানে সংস্কার কাজ শুরু হলেও বিলম্বের কারণে যাত্রীদের দুর্ভোগ কমছেনা।
সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, কাঠইর-জয়নগর সড়কের ৭ কি.মি. সড়ক সংস্কারে সম্প্রতি প্রায় ১ কোটি ৬৭ লক্ষ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক বলেন, কাঠইর-জামালগঞ্জ সড়কটির বেশিরভাগই চলাচলের অনুপযুক্ত। সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, কাঠইর-জয়নগর সড়কের ৭ কি.মি. সংস্কারের টেন্ডার আহ্বান করা হয়েছে। মূল্যায়ন শেষে নির্দিষ্ট প্রতিষ্টানকে কাজ বুঝিয়ে দিয়ে কার্যাদেশ দেওয়া হবে। দুই মাসের মধ্যেই কাজ শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন চলবে
পরবর্তী নিবন্ধসরকারের হুকুমে আরেকটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে: রিজভী