কাউন্সিলর মঞ্জু গ্রেফতারে টিকাটুলিতে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউন্সিলর ময়নুল হক ওরফে মনজুকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলির শহীদ নজরুল ইসলাম রোডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার অফিস থেকে দুটি পিস্তল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে। রাতে মনজুর বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা দুটি মামলা করেছে র‌্যাব।

মনজু গ্রেফতার হওয়ায় টিকাটুলির রাজধানী মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়রা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন।

র‌্যাব তাকে গ্রেফতার করেছে এমন সংবাদ পাওয়ার পর বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ব্যবসায়ীরা আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। ‘চাঁদাবাজ মঞ্জু নিপাত যাক, রাজধানী মার্কেট মুক্তি পাক। চাঁদাবাজ মঞ্জুর বিচার চাই ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।

অফিসের পর তার হাটখোলা রোডের বাসায়ও অভিযান চালায় র‌্যাব। মঞ্জু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ওয়ারী থানা আওয়ামী লীগের নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটির সদস্য ছিলেন।

অভিযানে মনজুর গাড়িচালক সাজ্জাদ হোসেনকেও গ্রেফতার করা হয়।

অভিযান শেষে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফীউল্লাহ বুলবুল সাংবাদিকদের বলেন, মনজুর স্ত্রী ও সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। অবৈধভাবে আয় করা কোটি কোটি টাকা তিনি হুন্ডির মাধ্যমে স্ত্রী-সন্তানের কাছে পাঠাতেন।

জনপ্রতিনিধি হিসেবে তিনি এভাবে টাকা পাঠাতে পারেন কিনা- বিষয়টি আইনগতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করবে।

তার আয়ের উৎস চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর বাইরে তার কার্যালয় থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হবে। তিনি মাদক সেবন এবং কেনাবেচার সঙ্গে যুক্ত।

ক্যাসিনোবিরোধী এবং শুদ্ধি অভিযানের অংশ হিসেবে মনজুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শাফীউল্লাহ বুলবুল। তিনি বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মনজু ওয়ারী থানায় একটি চাঁদাবাজি মামলার আসামি।

মামলাটি গতরাতে (বুধবার) করা হয়েছে। ওই মামলার সত্যতা যাচাই করে মনজুকে গ্রেফতার করা হয়েছে। তার অফিস থেকে অস্ত্র, মাদক এবং বিভিন্ন নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। অস্ত্রটি তার শরীর তল্লাশি করে পাওয়া গেছে।

মনজু দীর্ঘদিন ধরে অবৈধ চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করছিলেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপরই অভিযান চালিয়ে তার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাউন্সিলর মনজু দীর্ঘদিন ধরে টিকাটুলির ‘রাজধানী মার্কেটে’র ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছেন। তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সবাই।

রাজধানী মার্কেটের শাড়ি ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, মনজু নিজেকে রাজধানী মার্কেটের অঘোষিত সভাপতি দাবি করতেন। কেউ দোকান ভাড়া নিলে, বিক্রি করলে দুই থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করতেন তিনি।

কিছুদিন আগে এসি লাগানোর কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন। কিন্তু কোনো কাজই করেননি। প্রায় ৯ বছর ধরে তার চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা।

মনজুর শ্যালিকা সুমি আক্তার যুগান্তরকে বলেন, মনজুর স্ত্রী ও তিন সন্তান ২০ বছর ধরে আমেরিকায় থাকে। মনজু নিজেও মার্কিন নাগরিক। টিকাটুলির হাটখোলা রোডের একটি বাড়ির তিনতলা এবং চারতলায় তার দুটি ফ্ল্যাট রয়েছে। তিনি চারতলার ফ্ল্যাটে একাই থাকেন।

কেউ মুখ খুলত না : র‌্যাব জানায়, মনজু চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলবাজি করলেও তার বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুলত না। এ কারণে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও সাক্ষীর অভাবে ব্যবস্থা নেয়া যায়নি।

এ বিষয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফীউল্লাহ বুলবুল বলেন, মনজুর বিরুদ্ধে অভিযোগ থাকলে ভয়ে কেউ তার বিরুদ্ধে সাক্ষ্য দিতেন না। এখন মোক্ষম সময়। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

এখন অনেকেই মুখ খুলছেন। এখন জনগণ আশ্বস্ত হয়েছেন এবং সাহস পেয়েছেন। তারা আইনি কার্যক্রমে সহযোগিতা করবেন।

পূর্ববর্তী নিবন্ধনওগাঁয় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত দুই
পরবর্তী নিবন্ধআ’লীগ নেতা ‘সুইডেন আতাউর’ গ্রেফতার