তবু ১৯ মাস হল ওয়েস্ট ইন্ডিজ তাদের টেস্ট দল থেকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে চন্দরপলকে।
কিন্তু তাতে যে ক্যারিবিয়ান গ্রেট ‘বাতিল’ হয়ে যাননি তার প্রমাণ আবার মিলল। এই বয়সে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ফিরলেন চন্দরপল। যোগ দিয়েছেন ল্যাঙ্কাশায়ারে। ওখানে এক বছরের চুক্তি তার।
ম্যানচেস্টার কেন্দ্রিক ক্লাবটি চন্দরপলের সঙ্গে সই করিয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যানে ডেন ভিলাসকে। ২০১৭ মৌসুমে টপ অর্ডারকে শক্তিশালী করতেই তাদের এই উদ্যোগ।
দুই খেলোয়াড়ই অবিদেশী হিসেবে যোগ দিয়েছেন ল্যাঙ্কাশায়ারে। কলপাক চুক্তিতে। তাতে ভিলাসের দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে আর কখনো খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে। অন্যদিকে চন্দরপলও ওয়েস্ট ইন্ডিজ দলে খেলার সুযোগ পাচ্ছেন না। সুতরাং, তার কোনো সমস্যা হওয়ার কথা না।
চন্দরপলের ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড তার। ব্রায়ান লারা ক্যারিবিয়ান ক্রিকেটে টেস্টে সর্বোচ্চ রানের মালিক। তার পরের জায়গাটিই চন্দরপলের। করেছিলেন ১১ হাজার ৮৬৭ রান। ১৬৪ ম্যাচে সেঞ্চুরি ৩০টি। ২০১০ সালে শেষবার কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন চন্দরপল। সেবার ৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে দুটি সেঞ্চুরি ও ৫টি ফিফটি করেছিলেন। ওয়েবসাইট।