কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে শতাধিক ছোটবড় পরিবহন আটকা পড়ে।

মঙ্গলবার রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক ও প্রায় অর্ধশত প্রাইভেটকার আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হন ফেরির চালকরা। এই নৌরুটে সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নদীর মাঝে প্রায় ৭/৮টি ড্রেজার মাটি খননের কাজ করছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ঘন কুয়াশার কারণে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধশাকিব খানের বাসার সামনে রাখা ইট-পাথর গুঁড়িয়ে দিল ডিএনসিসি
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, পাস ১৮ হাজার ১৪৭ জন