কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি পপুলার২৪নিউজ

ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কেটে গেলে প্রায় ৩ ঘণ্টা পর সকাল পৌনে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া ঘন কুয়াশার কারণে সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হয়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌপথের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

তবে সকাল পৌনে ৭টার দিকে কুয়াশা কিছুটা কমলে কাঁঠালবাড়ীঘাট থেকে দুটি ফেরি যানবাহন নিয়ে ছেড়ে যায়। এ ছাড়া ঘন কুয়াশার কারণে সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান কাঁঠালবাড়ী ফেরিঘাট কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধবেলের হ্যাটট্রিকে ফাইনালে রিয়াল
পরবর্তী নিবন্ধমাহীর বাসায় গুলির পর আ’লীগ ক্যাম্পে আগুন