কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল  স্বাভাবিক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে আজ শনিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘাট পাড়ে এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক যানবাহন। এসব যানবাহন বিকেল নাগাদ পার করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে পদ্মা নদীর লৌহজং পয়েন্টে নাব্যতা সংকটে ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। এরপর ড্রেজিংয়ের মাধ্যমে নদীতে নাব্যতা ফিরিয়ে আানা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের কাঁঠালাবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, নাব্যতা সংকটে কিছুদিন ফেরি চলাচল ব্যাহত হলেও সকাল থেকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে। ২০টি ফেরিই যান পারাপার করছে বলে জানান তিনি। এ ছাড়া এ রুটে শতাধিক স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধরংপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধইউএস ওপেনের ফাইনালে নাদাল