পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার ভোর সাড়ে ৪টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
এসময় বেশ কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে। তিনটি ফেরি গাড়ি লোড করে ঘাটে অপেক্ষা করছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, ভোর ভোর সাড়ে ৪টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পারার ফলে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বেশ কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে। তিনটি ফেরি গাড়ি লোড করে ঘাটে অপেক্ষা করছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।