পটুয়াখালী প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
পটুয়াখালীর কলাপাড়ায় জহিরুল ইসলাম জহির (৩১) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের জালাল খলিফার তালবাগান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহির উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তার বিরুদ্ধে অন্তত আটটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকালে তার কাছ থেকে দুইটি শুটার গান, পাঁচ রাউন্ড গুলি, তিনটি রাম দা এবং একটি মোবাইল আটক করা হয়। গতকাল সোমবার মধ্যরাতে তাকে র্যাব সদস্যরা কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। তবে আদালত তার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে তাকে জেল হাজতে পাঠায়। কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ জানান, জহিরের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধরনের অন্তত আটটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জহির অন্তত ২১টি মামলার আসামি বলে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক খান জানিয়েছেন।